ঢাকা : নিজ দলের নেতা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইলের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে আদালতে আত্মসমর্পণের আগে গ্রেপ্তার না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশনা স্থগিত হয়ে গেছে।
সরকারি আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই স্থগিতাদেশ দেন।
এমপি রানার ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তির ক্ষেত্রেও এই স্থগিতাদেশ এসেছে।
তবে এই আদেশের পর আসামিরা আত্মসমর্পণের আগেই পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করতে পারেকি না; সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
তিনি বলেন,“ এটি এখন পুলিশের এখতিয়ারাধীন। আমার কোনো মন্তব্য নেই।”
এর আগে গত ১৪ জুলাই রানা ও মুক্তির আগাম জামিন নাকচ করে দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। তবে এই সময়ের মধ্যে তাঁদেরকে গ্রেপ্তার বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়।
এরপর এই আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, একার্থে এটি আগাম জামিনেরই সমতুল্য।
আদালতে আওয়ামী লীগ নেতাদের পক্ষে আইনজীবীরা হলেন, রফিক-উল হক, বাসেত মজুমদার ও শ ম রেজাউল করিম।
২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রবীণ নেতা ফারুক আহমেদকে গুলি করে হত্যার পর তাঁর বাড়ির সামনে লাশ ফেলে রাখা হয়। এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে ওই হত্যাকা-ের পরিকল্পনাকারী হিসেবে আমানুর রহমান ও সহিদুর রহমানের নাম আসে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান