ঢাকা : সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকায় সতীনের নিক্ষেপ করা এসিডে লালবানু (২০) নামে এক গৃহবধূ ঝলছে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার স্বামীর নাম রেজাউল করিম। সিরাজগঞ্জের রায়গঞ্জ গুচ্ছ গ্রামে তারা থাকেন।
গৃহবধূ লালবানু বলেন, রায়গঞ্জ গুচ্ছ গ্রামে তার বাবার বাড়িতে স্বামীর সঙ্গে বসবাস করতে ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে তাদের ঘরের মাটির ভিটায় সিদ কেটে তার সতীন ফরিদা, ফরিদার ছেলে ও ভাই ঘরে ঢুকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধারের পর রায়গঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে এনে তাকে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান