সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামী লীগের ইউপি নির্বাচনের দুই প্রাথীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই আওয়ামী লীগ সমর্থক।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার একসরা বাজারে এ ঘটনা ঘটে।
বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আনুলিয়া ইউনিয়নের বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার দুপুরে আলমগীর আলমের সমর্থক তরিকুল ইসলাম(২৮) বাজারের চায়ের দোকানে বসে ফারুকুজ্জামানের সমর্থক ফেরদৌস আলম (৪৯) কে দেখে কটাক্ষ করে কথা বলে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর আলমের সমর্থক তরিকুল ইসলাম ফেরদৌসকে ঠেলা ধাক্কাসহ চড়-কিল মারে। খবর পেয়ে ফারুকুজ্জামানের ৫/৬ জন সমর্থক তরিকুলকে ধাওয়া করলে সে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামানের বড়িতে আশ্রয় নেয়। এ সময় ফারুকুজ্জামানের লোকজন নুরুজ্জামানের বাড়িতে ইট-পাটকেল ছুড়ে হামলা চালায়। ওই সময় নুরুজ্জামান মাছের ঘেরে শিয়াল তাড়ানোর জন্য এনে রাখা চারটি চকলেট বাজি নিক্ষেপ করলে তারা পালিয়ে যায়।
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবি এম মোস্তাকিম জানান, তুচ্ছ ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে। উভয় পক্ষকে ডেকে বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মীর মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।