গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মধ্য পরাণ গ্রামের সিদ্দিকের ছেলে আলামিন (১৫) মরিচের ঝাঁঝকে জয় করে এক যুগ ধরে বেঁচে আছে। জানা গেছে, মরিচ ভোজী আলামিন ৪ ভাই বোনের মধ্যে পিতা-মাতার ২য় সন্তান। ৩ বছর বয়সে তার স্বাভাবিক জ্বর হয়। জ্বরের সাথে খিচুনী দেখা দিলে পল¬ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। চিকিৎসায় সুস্থ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং পিতা-মাতার নিকট স্বাভাবিক খাদ্যের সাথে ঝাঁঝালো মরিচের জন্য বায়না ধরে। আর তখন থেকেই সে মরিচ ভোজী হয়ে উঠে। দীর্ঘ এক যুগ ধরে মরিচ ভোজী আলামিন এখন পুরোপুরি মানষিক ভারসাম্যহীন। দৈনিক এক থেকে দেড় কেজি মচির না খেলে তার অস্থীরতা কাটে না। সে নিজের পায়ে নিজে শিকল বেঁধে রাখতে সাচ্ছন্দবোধ করে। মচির ভোজী আলামিনের পিতা হতদরিদ্র হওয়ায় সে সু-চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে। প্রতিদিন মরিচ ভোজী আলামিনকে দেখার জন্য তার বাড়িতে শতশত মানুষ ভিড় করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান