ফেনী : ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় অভিযুক্ত পলাতক আসামিদের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
ফেনীর বিচারিক হাকিম রাজেশ চৌধুরী মঙ্গলবার এ আদেশ দেন।
গত বছরের ২০ মে একরাম হত্যাকাণ্ডের পর ২৮ অগাস্ট ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ।
এর আড়াই মাস পর ১২ নভেম্বর আলোচিত এ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত।
মামলায় পুলিশ ও র্যাব এ পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ১৬ জন আদালতে জবানবন্দি দেয়।
ফেনী আদালত পুলিশের পরিদর্শক মঈন উদ্দিন আহম্মেদ জানান, বিচারক এ মামলায় পলাতক আসামিদের মালামাল ক্রোকের আদেশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।
তবে মামলার নথি উচ্চ আদালতে থাকায় আসামিরা বিচারিক হাকিমের এ আদালতে হাজিরা দিলেও মামলা সংক্রান্ত কোনো শুনানি হয়নি। আদালত আগামী ১১ অগাস্ট আসামিদের পরবর্তী হাজিরার দিন ঠিক করেছে বলে জানান তিনি।
পুলিশ পরিদর্শক মঈন জানান, গ্রেপ্তার ৩৬ আসামির মধ্যে ২৯ জনকে নিয়মিত হাজিরার জন্য কড়া নিরাপত্তায় মঙ্গলবার দুপুরে আদালতে আনা হয়। গ্রেপ্তারদের মধ্যে আরও পাঁচ আসামি জামিনে থেকে আদালতে হাজিরা দিয়েছেন।
তিনি বলেন, মামলায় প্রধান আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এবং আরেক আসামি একরামের সহচর বেলাল হোসেন ওরফে টুপি বেলাল কুমিল্লা কারাগারে চিকিৎসাধীন থাকায় তাদের এদিন আদালতে হাজির করা হয়নি।
গত বছরের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে।
হত্যার পর নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩০/৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন।