সিলেট : সিলেটে শিশু সামিউল আলম রাজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
রোববার বিকালে সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হক এ আদেশ দেন।
রুহুলের বিরুদ্ধে শিশু সামিউলের বাবাকে মামলা না করতে ভয়-ভীতি দেখানো ও রাজনের মরদেহ গুম করতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে-বলে পুলিশ জানিয়েছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তরফদার জানান, শনিবার শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার তাকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হয়।
রুহুল আমিন (৩৫) রাজন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আলী হায়দারের শ্যালক।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
এ মামলায় মুহিত আলম, তার ভাই আলী হায়দার, ময়না মিয়া চৌকিদার, মুহিতের শ্যালক ইসমাইল হোসেন আবলুছ, দুলাল মিয়া ও নির্যাতনের ভিডিও চিত্র ধারণকারী নুর মিয়াকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এছাড়া মুহিতের স্ত্রী লিপি বেগমও দুই প্রত্যক্ষদর্শীসহ এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান