ডেস্ক : ভারতে আবার জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছে সাবেকি খেলা কাবাডি। তবে এর পেছনে অবদান রয়েছে গত মরশুমে চালু হওয়া দেশের প্রথম পেশাদার কাবাডি লীগের।
শনিবার রাতে এই প্রো-কাবাডি লীগের দ্বিতীয় মরশুমের সূচনা হলো মুম্বাইয়ে- যাতে বলিউডের প্রথম সারির তারকারা যেমন ছিলেন, তেমনি ছিলেন এই টুর্নামেন্টের স্পন্সর কর্পোরেট জগতের দিকপালরাও।
এখন ভারতের কাবাডি খেলোয়াড়রা যেন রাতারাতি তারকায় পরিণত হয়েছেন, ক্রিকেট-পাগল ভারতীয়রা টিভির সামনে ভিড় করে কাবাডি ম্যাচ দেখছেন!
সুপারস্টার অমিতাভ বচ্চন নিজের গলায় গেয়েছেন টুর্নামেন্টের থিম সং। এছাড়া আমির খান, আইশরিয়া রাইয়ের মতো বলিউড-তারকারা নিজেরাই চিয়ারলিডার হয়ে প্রিয় দলের জন্য গলা ফাটাচ্ছেন।
স্টেডিয়ামে একটাও সিট ফাঁকা নেই। আর টিভির সামনে উপচে পড়া ভিড়, বিজ্ঞাপনদাতা আর স্পন্সরদের হুড়োহুড়ি।
ভারতে ক্রিকেটকে নিয়ে এতকাল যে দৃশ্যগুলো দেখা যেত- কাবাডিকে ঘিরে তা এখন অবিকল যেন সেটারই পুনরাবৃত্তি হচ্ছে।
এশিয়ান গেমসে সোনাজয়ী অনুপ কুমার ভারতীয় দলে খেলছেন দশ বছর ধরে ; কিন্তু এতদিন লোকে তাকে রাস্তায় চিনতে পারত না - কিন্তু এখন তাকে ঘিরে অটোগ্রাফের জন্য ভিড় জমে যায়।
অনুপ কুমার চাকরি করেন হরিয়ানা পুলিশে এবং আজকাল পুলিশের উর্দিতেই হোক কি সাদা পোশাকে। লোকে ঠিক ইউ মুম্বা কাবাডি দলের ক্যাপ্টেনকে চিনতে পারে। এসে বলে আপনি দারুণ খেলছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান