রামপাল উপজেলার প্রকৌশলী মো. নুরুজ্জামানকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুর ১টা দিকে উপজেলা প্রকৌশলী দপ্তরে তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে ঐ প্রকৌশলীকে আসামি করে রামপাল থানায় ১টি মামলাও করেছে দুদক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাগেরহাটের রামপাল রেইনবো এন্টারপ্রাইজের মালিক গোলাম আজমের ঠিকাদারি কাজ শেষে সিকিউরিটি বাবদ আড়াই লাখ টাকা দেওয়ার জন্য তাতে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে নুরুজ্জামান। পরে তাদের মধ্যে ২০ হাজার টাকায় সমঝোতা হয়। এ বিষয়ে গোলাম আজম দুদককে অবহিত করলে দুদক তাকে ধরার জন্য ওঁত পেতে থাকে।
যার ফলে আজ প্রকৌশলী দপ্তরে ২০ হাজার টাকা ঘুষ প্রদানকালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
খুলনা দুদকের বিভাগীয় কার্যালয় পরিচালক একেএম জাহিদ হোসেন খানের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম তাকে গ্রেফতার করে।
দুদকের উপ-পরিচালক এসএম শামিম হোসেন বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান