ঢাকা : প্রতিদ্বন্দ্বিতা ভুলে একসঙ্গে ঈদের নামাজ পড়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।
শনিবার দামপাড়া পুলিশ লাইন মসজিদে এক কাতারে দাঁড়িয়ে ঈদের জামাত পড়েছেন এই দুই জন।
মুশফিক-আমলার সঙ্গে নামাজ পড়েন মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলাম। তাদের সঙ্গে নামাজ পড়েন বিসিবি ও দক্ষিণ আফ্রিকা দলের কয়েকজন কর্মকর্তারাও।
ঈদের জন্য দুই দিনের ছুটি পেয়েছেন স্বাগতিক ক্রিকেটাররা। অনেকেই ছুটি কাটাতে চট্টগ্রাম ছাড়লেও হোটেলেই রয়ে গেছেন মুশফিকসহ স্বাগতিকদের ছয় ক্রিকেটার।
ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ।
এবার পালা মুশফিকের। টেস্টে সাফল্য এনে দিতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিনে চাইবেন তিনি। এর জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।
আগামী মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান