ডেস্ক : পবিত্র ঈদ উদযাপনের প্রাক্কালে ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী এক শহরে বোমা হামলায় নিহত হয়েছেন শতাধিক মানুষ।
শুক্রবার রাতে রাজধানী বাগদাদ থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত খান বানী সাদ শহরে যখন সর্বস্তরের মানুষ ঈদের আনন্দ উদযাপন করছিলেন ঠিক সে সময় বিস্ফোরিত হয় বোমাটি।
হামলার দায় স্বীকার করে টুইটারে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড ল্যাভেন্ট। ওই বোমায় এক টনের বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তারা।
বোমা হামলায় হতাহতের ঘটনায় ইরাকের দিয়ালা প্রদেশের সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। এছাড়া সম্ভাব্য হামলার আশঙ্কায় ঈদের ছুটি সামনে রেখে পার্ক বা কোনো জনসমাগমস্থলে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান