ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রচলিত আইনের প্রতি সরকার আস্থা রাখতে পারছে না। তিনি বলেন, বিএনপি নেতাদের নামে যেসব মামলা দেওয়া হয়েছে তার কোনো ভিত্তি ও প্রমাণ নেই। তাই এখন বিশেষ আদালতের কথা বলছে। ট্রাইব্যুনাল গঠন করে খালেদা জিয়ার বিচারের কথা বলছে। সরকারের প্রতিহিংসার বিচার কেউ মেনে নেবে না।
বর্তমান সরকারের লোকজন বলে বিএনপির কোমর ভেঙ্গে গেছে, আর দাঁড়াতে পারবে না। তাহলে সরকার কেন বিএনপিকে ভয় পায়?
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার সন্ধ্যায় তাঁতী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ সব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, দেশ-বিদেশে সবাই জানে সরকার কায়দা-কানুন করে ক্ষমতায় বসে আছে। আওয়ামী লীগ সব সময় প্রচার করে তারা জনপ্রিয়। দেশ-বিদেশের সবাই বলছে আপনারা জনপ্রিয় হলে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতায় আসুন।
তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারকে দুনিয়ার কেউ নির্বাচিত সরকার বলে না। ক্ষমতাসীনরা দেখছে সকলের কথায় নির্বাচন না দিয়ে উপায় নেই। তাই এখন তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বুঝেছে নির্বাচন দিলে বিএনপি নির্বাচনে যাবে এবং তাদের ভরাডুবি হবে। তাই তারা বিএনপির অন্তত ১০০ নেতাকে মিথ্যা মামলায় দুই বছর করে সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য করার চেষ্টা করছে।
এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন ইসলাম খান। ইফতার মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। ইফতার মাহফিলে ২০ দলীয় জোট শরিক এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, ডেমোক্রেটিক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ উপস্থিত ছিলেন।