বাংলার খবর২৪.কম: সহসাই জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, জ্বালানি তেলের দাম আমরা এখন বাড়াবো না। বৃস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, আমাদের হাতে পর্যাপ্ত টাকা রয়েছে। আমরা নিজেরাই পদ্মা সেতু তৈরি করবো।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজার থেকে বন্ড সংগ্রহ করা হলেও সে বন্ডের টাকা অন্যান্য খাতে ব্যবহার করা হলেও সে টাকা পদ্মা সেতু খাতে ব্যয় করা হবে।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান জানান, আগামী ৬ মাসের জন্য মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকে সরকার মালয়েশিয়ার পেটকো ট্রেডিং লাবন কোম্পানি লিমিটেডের কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার মে. টন জ্বালানি তেল আমদানি করবে। যার মূল্য প্রায় ২ হাজার ৫শ ১৬ কোটি ১৯ লাখ টাকা।
দেশে মোট প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রয়োজন গ্যাস অয়েল বা ডিজেল-১৭ লাখ ৪০ হাজার মে. টন. কেরোসিন- ১লাখ ৫২ হাজার মো. টন্, জেট-এ ১- ১ লাখ ৮২ হাজার মে.টন এবং ফার্নেস অয়েল ৫ লাখ ৩০ হাজার মে.টন। তবে এর মধ্যে চট্টগ্রামস্থ ইস্টার্ন রিফাইনারীর মাধ্যমে খুব সামান্য পরিমাণই যোগান দেওয়া হয়ে থাকে।
সার সংক্ষেপে আরো বলা হয়েছে- গ্যাস ওয়েল বা ডিজেল-২ লাখ মে.টন. যার মূল্য ১ হাজার ৪৬ ৬কোটি ২৫ লাখ টাকা, কেরোসিন-৫ হাজার মে. টন, যার আমদানি মূল্য প্রায় ৩৯ কোটি ৮৩ লাখ টাকা, জেট-এ ১- ৫০ হাজার মে.টন, যার আমদানি মূল্য প্রায় ৩৯৯ কোটি ৮০ লাখ টাকা এবং ফার্নেস অয়েল ১ লাখ ২০ হাজার মে.টন, যার আমদানি মূল্য প্রায় ৬২০ কোটি ৩১ লাখ টাকা
শিরোনাম :
সহসাই তেলের দাম বাড়ছে না : অর্থমন্ত্রী
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ১০:৪৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০১৪
- ১৭৭৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ