ডেস্ক: হাজীদের জন্য সৌদি সরকার চালু করতে যাচ্ছে ইলেকট্রনিক ব্রেসেলট (ই-ব্রেসলেট)। এ ব্রেসলেটে হাজীদের সকল তথ্য থাকবে। এটা গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) ষাথেও সংযুক্ত থাকবে বলে হাজীরা কখন, কিভাবে, কোথায় আছেন তা কেন্দ্র থেকে জানা যাবে। ফলে ভাষাগত সমস্যা অথবা অচেনা জায়গা বলে এখন আর কোনো হাজী হারিয়ে যাবেন না। সৌদি আরবের ‘আল ওয়াতান’ নামক একটি আরবী ভাষী দৈনিকে এ সংক্রান্ত খবরটি প্রথম প্রকাশ করে। পরে অন্য ইংরেজী দৈনিকগুলো তা অনুবাদ করে প্রকাশ করে। সৌদির হ্জ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রকল্পটি চালু করার উদ্দেশ্যে প্রাথমিকভাবে সম্ভাব্যতা জরিপ চালিয়েছে।
আল ওয়াতান হজ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রকল্পটি এখন অর্থ মন্ত্রণালয়ের কাছে রয়েছে বাজেট প্রস্তাবনার জন্য। তিনি জানান, অর্থ মন্ত্রণালয় এবং এর উচ্চ পর্যায় থেকে প্রকল্পটি অনুমোদন করলেই হজ মন্ত্রণালয় সাথে সাথে তা বাস্তবায়ন করবে।
আল ওয়াতান জানিয়েছে, ই-ব্রেসলেটটি হবে ‘পানি রোধক’ (ওয়াটার রেসিস্ট্যান্ট)। প্রত্যেক হাজীকে তার কব্জিতে পরতে হবে ঘড়ির মতো করে। এতে একটি বারকোড থাকবে যেখানে প্রত্যেক হাজীর তথ্য সংরক্ষিত থাকবে। তথ্যে যা থাকবে- সৌদি আরবে হাজীরা কোথায় উঠেছেন এর বিস্তারিত ঠিকানা। এতে আরো থাকবে স্বাস্থ্য সংক্রান্ত পূর্ণ তথ্য। বারকোডটি স্ক্যানিং করে হজ মন্ত্রণালয় হাজীদের প্রয়োজনীয় সব তথ্য জেনে নিতে পারবে।
ব্রেসলেটে জিপিএস সিস্টেমের সাথে থাকবে নামাজের সময়। এতে এলার্টের ব্যবস্থাও থাকবে। কাবা ঘরকে নির্দেশ করে একটি কম্পাসও থাকবে ব্রেসলেটে। ব্রেসলেটে হজ ও উমরা করার নিয়ম-কানুন থাকার পাশাপাশি এ দুইয়ের দোয়াও সন্নিবেশিত থাকবে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, হাজীদের সহায়তা করার জন্য বিভিন্ন ভাষাভাষির জন্য একটি ‘তথ্য কেন্দ্র’ থাকবে যেখান থেকে হাজীরা জানতে পারবে মক্কার রাস্তায় কিভাবে চলাফেরা করতে হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান