নাটোর: নাটোরের বড়াইগ্রামে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ রাব্বি ইসলাম (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
রোববার রাত ১০টার দিকে উপজেলার কয়েন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাব্বি ইসলাম উপজেলার নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওশেদ আলী আলফুর ছেলে।
র্যাব -৫ এর বাগমারা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি জামাল আল নাসির ও এলাকাবাসী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম রাব্বি ইসলামের বাড়ীর সামনে অবস্থান নেয়। এসময় রাব্বি বাড়ী থেকে বের হয়ে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু র্যাব সদস্যরা তার পিছে ধাওয়া করে তাকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার ও তাকে আটক করে। আটক রাব্বির বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান