ঢাকা: দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া জয়ের ১৬৩ রানের লক্ষ্য স্বাগতিক বাংলাদেশ মাত্র ২৭.৪ ওভারেই তিন উইকেট হারিয়ে তুলে ফেলে। দাপুটে এই জয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরল মাশরাফিরা।
একই সঙ্গে ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও নিশ্চিত করল মাশরাফিরা।
অথচ শুরুতেই সাজঘরে ফিরে গিয়ে আজও বিপদের আভাসই দেন তামিম ইকবাল। দলীয় ৫ রানে কাগিসো রাবাদার বলে সরাসরি বোল্ড হয়েছেন ৫ রান করা তামিম। এরপর সৌম্য সরকারের সঙ্গে দলের হাল ধরেন লিটন কুমার দাস। বোলারদের ওপর চড়াও হয়ে সেই রাবাদার বলেই তিনিও বোল্ড হন, দলীয় ২৪ রানে। লিটন ১৪ বলে দুই বাউন্ডারি ও এক ছক্কায় করেন ১৭ রান।
এরপর সৌম্য সরকার আর মাহমুদুল্লাহ রিয়াদ দলের হাল ধরেন। ১৩৫ রানের দুর্দান্ত এই জুটি ভাঙে জয় থেকে মাত্র চার রান দূরে। ২৭তম ওভারে অ্যাবোটের প্রথম বলে বাউন্ডারি মেরে নিজের অর্ধশতক পূরণ করেন রিয়াদ। পরের বলেই হাশিম আমলা হাতে ক্যাচ দেন তিনি।
রিয়াদ ৬৪ বলে ৬ বাউন্ডারিতে করেন ৫০ রান। এরপর সাকিব এসে চার বল মোকাবেলা করলেও কোন রান করেননি। পরের ওভারে প্রথম বলে দুই এবং চতুর্থ বলে ইমরান তাহিরকে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন সৌম্য সরকার। তিনি শেষ পর্যন্ত ৮৮ রানে অপরাজিত থাকেন। ৭৯ বলের এই ইনিংস সৌম্য সাজান ১৩টি চার ও একটি ছক্কায়।
এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ৪৬ ওভারে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ফাফ ডু প্লেসিস।
টাইগারদের পক্ষে নাসির ও মুস্তাফিজ ৩টি করে এবং রুবেল হোসেন দুটি উইকেট নিয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ধসিয়ে দেন।
প্রথম ম্যাচে জিতে তিন ম্যাচে সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে রয়েছে। আজ টাইগারদের সামনে সিরিজে সমতা ফেরার দারুণ সুযোগ তৈরি করে দিয়েছেন বোলাররা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান