ডেস্ক : চলমান অস্ত্রবিরতির মধ্যেও বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন আঞ্চলিক সামরিক জোট।
অস্ত্রবিরতি কার্যকরের মাত্র দুই দিনের মাথায় বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতরা সবাই বেসামরিক নাগরিক।
এক প্রতিবেদনে রবিবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও সিনহুয়া।
সিনহুয়ার খবরে বলা হয়, রবিবার রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদিজোট। এতে ১২ জন নিহত হয়েছেন।
অন্যদিকে আমরান প্রদেশে বিমান হামলায় নিহত হয়েছেন আরও তিন জন।
রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে আল বায়দা শহরে বিমান হামলায় একই পরিবারের আট জন নিহত হন।
অন্যদিকে তায়েজ শহরে শনিবার বিমান হামলায় নিহত হন আরও দুই বেসামরিক নাগরিক।
জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি শুরু হয়। রমজানের শেষদিন (১৭ জুলাই) পর্যন্ত এই যুদ্ধবিরতি বলবত থাকার কথা ছিল।
প্রসঙ্গত, হুথির বিদ্রোহের মুখে পড়ে ইয়েমেনের নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি সৌদি আরবে স্বেচ্ছা নির্বাসিত হয়েছেন। হাদির সমর্থনে হুথিবিরোধী অভিযান চালাচ্ছে সৌদিজোট। চলতি বছরের ২৬ মার্চ ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব ও এর মিত্র দেশগুলোর সামরিক জোট।
এরই মধ্যে এই অভিযানে ইয়েমেনে নিহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান