ডেস্ক : মক্কায় কাবা ঘর বর্ধিতকরণের কাজ শুরু হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো কাবা ঘর বর্ধিত করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে আসা হাজির সংখ্যা প্রতিবছরই বাড়ে। অতিরিক্ত হাজিদের জায়গার সংকুলান করতেই সৌদি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি রোববার এ খবর দিয়েছে। সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদি রোববার এ সংক্রান্ত পাঁচটি প্রকল্পের কাজ উদ্বোধন করেন।
খবরে বলা হয়েছে, বর্ধিতকরণের কাজ শেষ হলে কাবা ঘরে একসঙ্গে ৩০ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান