নোয়াখালী : চাঁদা দাবিকে কেন্দ্র করে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ে বাড়িতে হিজড়া ও গ্রামবাসীর সংঘর্ষে লাকি আক্তার (২৫) নামে এক হিজড়ার মৃত্যু হয়েছে।
রোববার বেলা দুইটার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুনহাট এলাকার পাটোয়ারী মিয়ার বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আরো ছয়জন আহত হয়েছেন। তারা হলেন- সোনালী (২৪), সোহাগী (২৮), চুমকি, (২২) মল্লিকা, (২৫) জাহাঙ্গীর (২২) ও মনোয়ারা (২৬)। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিভিন্ন সময় হিজড়ারা বিয়েসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে চাঁদাবাজি করে আসছে। চাঁদা না দিলে বিভিন্ন সময়ে হামলা ভাঙচুরসহ নানা অপকর্ম করে আসছিল তারা।
দুপুরে স্থানীয় পাটোয়ারী মিয়ার বিয়ে বাড়িতে এসে চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অস্বীকার করায় হিজড়ারা বাড়ির লোকজনের ওপর হামলা চালায়।
এ সময় বিয়ে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে হিজড়াদের ওপর হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে লাকি আক্তার মারা যান।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান সাজিদ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, হিজড়াদের অত্যাচারে দীর্ঘদিন ধরে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে এ ঘটনা ঘটিয়েছে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান