নীলফামারী : নীলফামারীতে পৃথক দু’টি অভিযানে ইয়াবা ও বিপুল পরিমাণের ভারতীয় শাড়ি, থ্রি-পিছ ও লেহেঙ্গা উদ্ধার করে এক নারীসহ দুই জনকে আটক করেছে র্যাব ১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
শনিবার গভীর রাতে নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের অধীনস্ত সিপিসি-২ এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, গোপন সংবাদদের ভিত্ততে শনিবার রাত পৌনে ১২টার দিকে জেলা শহরের মানিকের মোড় নামকস্থানে একটি মোটরসাইকেলের পথরোধ করা হয়। এসময় মোটর সাইকেল আরোহী সুমনকে (২৫) তল্লাশি করে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়। রোববার সকালে আটকৃত সুমনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পর তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। সে জেলা শহরের বনবিভাগ এলাকার জমির উদ্দিনের ছেলে। সে র্দীঘ দিন থেকে সৈয়দপুর থেকে এসব ইয়াবা ট্যাবলেট এনে নীলফামারীর বিভিন্ন স্থানে ক্রেতাদের কাছে পৌঁছে দিত।
এদিকে শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীর হাট গ্রামের আমজাদুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ৮ লাখ টাকা মূল্যের ২৩০ পিস ভারতীয় শাড়ী, থ্রি-পিছ ও লেহেঙ্গাসহ তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩৫) কে আটক করা হয়েছে। রোববার দুপুরে আটককৃত সাবিনার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরর পর সৈয়দপুর থানায় সোপর্দ করা হয়েছে। সেই দিনজাপুর জেলার বিরল উপজেলার রামপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান