, সাতক্ষীরা : অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার এক দিন পর সাতক্ষীরার কুশখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে এক বাংলাদেশিকে হত্যা করেছে।
সদর উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে নিহত মুকুল হোসেন (৩৫) উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত মহাতাবউদ্দিনের ছেলে।
উপজেলার কুশখালী ইউনিয়ন চেয়ারম্যান আবু রায়হান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হওয়ালখালী গ্রামের কয়েকজন রাখাল রাতে ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার সময় দুবলী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মুকুল হোসেন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তবে লাশের অবস্থান সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
গ্রামবাসীরা জানান, শনিবার ভোর রাত ৩ টার দিকে মুকুলসহ কয়েকজন রাখাল গরু নিয়ে দেশে আসার সময় ভারতের দুবলি ক্যাম্পের বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই মুকুল হোসেন নিহত হয়। পরে তার সহকর্মীরা লাশ ঘাড়ে নিয়ে দেশে ফেরে।
সাতক্ষীরা-৩৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক জানান, ঘটনাটি তারা শুনেছেন। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
এর আগে শুক্রবার সকালে সাতক্ষীরা জেলার কলারোয়ায় মাদরা সীমান্তে বাংলাদেশি ভূখন্ডে ঢুকে স্থানীয়দের ওপর হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিলে বিএসএফের এক জওয়ান অস্ত্র ফেলে ভারতে পালিয়ে যায়।
বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব জানান, শুক্রবার খুব ভোরে আকস্মিকভাবে বিএসএফ’র হাকিমপুর ক্যাম্পের কয়েকজন সদস্য একটি স্পিড বোট ও একটি দেশী নৌকায় প্রবল বৃষ্টির মধ্যে সোনাই নদীর বাংলাদেশ কূলে চলে আসে। তাদের মধ্যে দুই বিএসএফ সদস্য অস্ত্র নিয়ে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করে গ্রামবাসীকে কোনো কারণ ছাড়াই তাড়া করে। গ্রামবাসী তাদের প্রতিহত করার চেষ্টা করলে শুরু হয় মারামারি ধস্তাধস্তি। এতে কয়েকজন কম বেশি আহত হন। এক পর্যায়ে বিজিবি সদস্যরা এগিয়ে এলে বিএসএফ সদস্যরা দ্রুত পালিয়ে যায়।
আবদুর রব বলেন, পালিয়ে যাওয়ার সময় এক বিএসএফ সদস্য তার ব্যবহৃত ২০টি গুলিসহ একটি এসএলআর ও একটি দেশী নৌকা ফেলে রেখে যায়।
এ ঘটনার প্রতিশোধ নিতে বিএসএফ সদস্যরা বাংলাদেশীকে হত্যা করল বলে গ্রাম বাসিরা জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান