পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

বিএসএফ অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিল বাংলাদেশিকে খুন করে

, সাতক্ষীরা : অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার এক দিন পর সাতক্ষীরার কুশখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে এক বাংলাদেশিকে হত্যা করেছে।

সদর উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে নিহত মুকুল হোসেন (৩৫) উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত মহাতাবউদ্দিনের ছেলে।

উপজেলার কুশখালী ইউনিয়ন চেয়ারম্যান আবু রায়হান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হওয়ালখালী গ্রামের কয়েকজন রাখাল রাতে ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার সময় দুবলী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মুকুল হোসেন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তবে লাশের অবস্থান সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

গ্রামবাসীরা জানান, শনিবার ভোর রাত ৩ টার দিকে মুকুলসহ কয়েকজন রাখাল গরু নিয়ে দেশে আসার সময় ভারতের দুবলি ক্যাম্পের বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই মুকুল হোসেন নিহত হয়। পরে তার সহকর্মীরা লাশ ঘাড়ে নিয়ে দেশে ফেরে।

সাতক্ষীরা-৩৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক জানান, ঘটনাটি তারা শুনেছেন। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এর আগে শুক্রবার সকালে সাতক্ষীরা জেলার কলারোয়ায় মাদরা সীমান্তে বাংলাদেশি ভূখন্ডে ঢুকে স্থানীয়দের ওপর হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিলে বিএসএফের এক জওয়ান অস্ত্র ফেলে ভারতে পালিয়ে যায়।

বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব জানান, শুক্রবার খুব ভোরে আকস্মিকভাবে বিএসএফ’র হাকিমপুর ক্যাম্পের কয়েকজন সদস্য একটি স্পিড বোট ও একটি দেশী নৌকায় প্রবল বৃষ্টির মধ্যে সোনাই নদীর বাংলাদেশ কূলে চলে আসে। তাদের মধ্যে দুই বিএসএফ সদস্য অস্ত্র নিয়ে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করে গ্রামবাসীকে কোনো কারণ ছাড়াই তাড়া করে। গ্রামবাসী তাদের প্রতিহত করার চেষ্টা করলে শুরু হয় মারামারি ধস্তাধস্তি। এতে কয়েকজন কম বেশি আহত হন। এক পর্যায়ে বিজিবি সদস্যরা এগিয়ে এলে বিএসএফ সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

আবদুর রব বলেন, পালিয়ে যাওয়ার সময় এক বিএসএফ সদস্য তার ব্যবহৃত ২০টি গুলিসহ একটি এসএলআর ও একটি দেশী নৌকা ফেলে রেখে যায়।

এ ঘটনার প্রতিশোধ নিতে বিএসএফ সদস্যরা বাংলাদেশীকে হত্যা করল বলে গ্রাম বাসিরা জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

বিএসএফ অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিল বাংলাদেশিকে খুন করে

আপডেট টাইম : ০৯:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০১৫

, সাতক্ষীরা : অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার এক দিন পর সাতক্ষীরার কুশখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে এক বাংলাদেশিকে হত্যা করেছে।

সদর উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে নিহত মুকুল হোসেন (৩৫) উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত মহাতাবউদ্দিনের ছেলে।

উপজেলার কুশখালী ইউনিয়ন চেয়ারম্যান আবু রায়হান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হওয়ালখালী গ্রামের কয়েকজন রাখাল রাতে ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার সময় দুবলী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মুকুল হোসেন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তবে লাশের অবস্থান সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

গ্রামবাসীরা জানান, শনিবার ভোর রাত ৩ টার দিকে মুকুলসহ কয়েকজন রাখাল গরু নিয়ে দেশে আসার সময় ভারতের দুবলি ক্যাম্পের বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই মুকুল হোসেন নিহত হয়। পরে তার সহকর্মীরা লাশ ঘাড়ে নিয়ে দেশে ফেরে।

সাতক্ষীরা-৩৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক জানান, ঘটনাটি তারা শুনেছেন। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এর আগে শুক্রবার সকালে সাতক্ষীরা জেলার কলারোয়ায় মাদরা সীমান্তে বাংলাদেশি ভূখন্ডে ঢুকে স্থানীয়দের ওপর হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিলে বিএসএফের এক জওয়ান অস্ত্র ফেলে ভারতে পালিয়ে যায়।

বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব জানান, শুক্রবার খুব ভোরে আকস্মিকভাবে বিএসএফ’র হাকিমপুর ক্যাম্পের কয়েকজন সদস্য একটি স্পিড বোট ও একটি দেশী নৌকায় প্রবল বৃষ্টির মধ্যে সোনাই নদীর বাংলাদেশ কূলে চলে আসে। তাদের মধ্যে দুই বিএসএফ সদস্য অস্ত্র নিয়ে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করে গ্রামবাসীকে কোনো কারণ ছাড়াই তাড়া করে। গ্রামবাসী তাদের প্রতিহত করার চেষ্টা করলে শুরু হয় মারামারি ধস্তাধস্তি। এতে কয়েকজন কম বেশি আহত হন। এক পর্যায়ে বিজিবি সদস্যরা এগিয়ে এলে বিএসএফ সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

আবদুর রব বলেন, পালিয়ে যাওয়ার সময় এক বিএসএফ সদস্য তার ব্যবহৃত ২০টি গুলিসহ একটি এসএলআর ও একটি দেশী নৌকা ফেলে রেখে যায়।

এ ঘটনার প্রতিশোধ নিতে বিএসএফ সদস্যরা বাংলাদেশীকে হত্যা করল বলে গ্রাম বাসিরা জানান।