বাংলার খবর২৪.কম, ফেনী : ফেনীতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে তিন যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে শহরের বারাহিপুর সাহেব বাজারের একটি পরিত্যক্ত বাড়িতে ঘটে এ ঘটনা। পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি তাজা ককটেল ও বিস্ফোরকের আলামত উদ্ধার করেছে। আহতদের মধ্যে একজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর দুই জনকে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনাটি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ। ঘটনায় জড়িত আহত রকি ও পরিত্যক্ত বাড়ির তত্ববধায়ক আলেয়া বেগমকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান