রাজশাহী : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর এবার রাজশাহীতে নামলো বেসরকারী বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট।
শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকা থেকে ৭৬ জন যাত্রী নিয়ে রাজশাহী পৌঁছায় বিমানটি। পরে বিকেল ৪টা ১০ মিনিটে ২৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে শনি, সোম, বুধবার সপ্তাহের তিন দিন এ ফ্লাইট চলাচল করবে।
ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহীর জুনিয়র এক্সিকিউটিভ সেলস এ্যান্ড এয়ারপোর্ট সার্ভিস অফিসার মোস্তাফিজুর রহমান জানান, সপ্তাহের নির্ধারিত দিনগুলোতে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসবে ইউএস বাংলা বিমানের নির্দিষ্ট ফ্লাইট। রাজশাহীতে পৌঁছবে ৩টা ৫০ মিনিটে। পরে রাজশাহী থেকে ৪টা ১০ মিনিটে ছেড়ে যাবে। তা ঢাকা পৌঁছবে ৪টা ৫০ মিনিটে।
তিনি আরও জানান, রাজশাহী-ঢাকা রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩২০০ টাকা থেকে ৬২০০ টাকা পর্যন্ত। তবে উদ্বোধন উপলক্ষে শুরুতে ২৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ অফার সীমিত সময়ের জন্য চলবে। তবে অফার শেষে কয়েকটি আসন ২৫০০ টাকায় এবং বাকিগুলো নির্ধারিত ভাড়ায় চলবে। এছাড়াও জিপি স্টার গ্রাহকদের জন্য নির্ধারিত ভাড়া থেকে ১০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে বলে জানান তিনি।
বর্তমানে শুক্র, রোব ও মঙ্গলবার এ রুটে ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর গত ৭ এপ্রিল রাজশাহী-ঢাকা অভ্যন্তরীণ রুটে উড়াল শুরু করে বাংলাদেশ বিমানের ফ্লাইট।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান