সাতক্ষীরা : সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য স. ম জগলুল হায়দার ও তার ভাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি জহুরুল হায়দার বাবু’র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক সংখ্যালঘু পরিবার।
বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মনোরঞ্জন মন্ডলের স্ত্রী অমেলা রানী মন্ডল।
সংবাদ সম্মেলনে অমেলা রানী মন্ডলের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান তার স্বামী মনোরঞ্জন মন্ডল। লিখিত বক্তব্যে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হওয়ায় ১৯৯৪ সাল থেকে জহুরুল হায়দার বাবু তাকে কু-প্রস্তাব ও যৌন হয়রানী করার জন্য লিপ্ত থাকে। বাবু’র কু-প্রস্তাবে রাজী না হওয়ায় তাকে বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি করতে থাকে। বাবু’র এসব কু-কর্মে সহযোগিতা করে তার ভাই স,ম জগলুল হায়দার। তাকে যৌন হয়রানি করতে না পেরে স. ম জগলুল হায়দারের সার্বিক সহযোগিতায় বর্তমান জহুরুল হায়দার ২০০৮ সালে তার মেয়ে সুপ্রিয়া মন্ডলকে অপহরণ করে। এঘটনায় স. ম জগলুল হায়দার ও জহুরুল হায়দার বাবুসহ তাদের সঙ্গীয় লোকদের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং জিআর-৮৩/২০০৮। বর্তমানে স. ম জগলুল হায়দার সাতক্ষীরা-৪ আসনের এমপি ও তার ভাই জহুরুল হায়দার বাবু সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি হওয়ায় তার সঙ্গীয় লোকজন পরিতোষ মন্ডল দিংরা তিনিসহ তার পরিবারের সদস্যদের মারপিট, নির্যাতন ও যৌন হয়রানি করায় তিনি তাদের লোকজনের নামে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-জিআর-৩৯৪/১৪।
তিনি আরও অভিযোগ করে বলেন, বর্তমান এমপি স. ম জগলুল হায়দার ও তার ভাই বিশেষ পিপি জহুরুল হায়দার বাবু’র ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ দাপটের কারণে তিনি ও তার পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। একই সাথে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি ও ক্ষতিগ্রস্থ করছেন। তাদের দুই ভাইয়ের ইশারায় লেলিয়ে দেয়া পুলিশ ও তাদের লোকজনের অত্যাচারে তিনিসহ পরিবারের সদস্যরা বাড়ি ছাড়া হয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। তিনি তাদের দুই ভাই ও তাদের লোকজনের অত্যাচার এবং নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান