ঢাকা : জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, বেগম খালেদা জিয়াকে ট্রাইব্যুনালের ভয় দেখিয়ে শেষ রক্ষা হবে না। পেট্রলবোমা, আগুনে বোমার নেপথ্যে কারা দেশবাসী জানে ও বুঝে। ১/১১ খলনায়কদের পরিণাম কি হয়েছিল ইতিহাস তার স্বাক্ষী। বাকশালী শাসনকেও ইতিহাস ক্ষমা করে নাই। সবার মনে রাখা ভালো পাপ বাপকেও ছাড়ে না।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের বকুলতলায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বলেন, রক্তে কেনা স্বাধীনতাকে নিয়ে কেনা-বেচা করতে দেওয়া হবে না। গণতন্ত্রের জন্য স্বাধীনতা-সংগ্রাম। গণতন্ত্রের প্রয়োজনে অনিবার্য নিয়মেই গণ-অভ্যুত্থান হবে। বাংলাদেশ কারো খাস তালুক নয়। স্বাধীনচেতা জাতি রায়ত প্রজা নয়।
তিনি বলেন, সরকার যাই বলুক না কেন উত্তরবঙ্গের ঘরে ঘরে বেকারত্বের হাহাকার; কৃষকের ঘরে ঘরে চাপা কান্না; হামলা-মামলা, গুম-খুনে নিপীড়িত মানুষ আল্লাহর কাছে আহাজারি করছে। সময়ের ভয়ঙ্কর আওয়াজ বোঝার চেষ্টা করুন। আল্লাহর কাছে মজলুম মানুষের আহাজারি কখনোই ব্যর্থ হয় নাই।
জেলা জাগপার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মফিদুল ইসলাম মফির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি খন্দকার আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান নাসির উদ্দীন, পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, যুব জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দীন, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেলসহ স্থানীয় ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান