ফারুক আহমেদ সুজন : বুধবার রাজধানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর ঢাকার উত্তর সার্কেল মিরপুর অফিসে দালালদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উল্লাহ খান । বিআরটিএ মিরপুর অফিস চত্বরে ও এর আশপাশের এলাকায় ছদ্ম বেশে দালালদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত আব্দুল্লাহ মমিন, মিজান, লিটন, সবুজ, মামুন, সামছুদ্দিন রাজু ও জনি নামে সাত দালালকে জেল জরিমানা করেন। এর আগে রাজধানীর খিলক্ষেতে অভিযান চালিয়ে ফিটনেস না থাকায় ১৪টি গাড়িকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত এবং সরকারী কাজে বাধা প্রদান করায় (নয়ন ৩৫)কে ২০০০/টাকা জরিমানা করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান