ডেস্ক: গ্রেফতার আতঙ্কে রয়েছেন ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। এ কারণেই তিনি জন্মভূমি সুইজারল্যান্ডের বাইরে যেতে চাচ্ছেন না।
সম্প্রতি দুর্নীতির অভিযোগে ফিফার বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেফতার হন। ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইর তদন্তের ভিত্তিতে এ ঘটনা ঘটে।
এক সাক্ষাতকারে ব্ল্যাটার বলেন, ‘আমেরিকার কর্তৃপক্ষের হেফাজতে যেতে আমার ভয় হয়। তাই কানাডায় নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অংশ নেয়ার ঝুঁকি নেইনি। আমেরিকানরা আমার বিরুদ্ধে অভিযোগ আনলেও তার জন্য আমি চিন্তিত নই। কিন্তু আমাকে গ্রেফতার করলে জনমনে বিরুপ প্রভাব পড়বে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান