ব্রাহ্মণবাড়িয়া : অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন (২৫) ও আখাউড়া উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম (২৬)।
সোমবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে আগরতলা চেকপোস্ট সংলগ্ন জয়নগর সীমান্ত থেকে তাদেরকে আটক করে বিএসএফ। পরে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে উপজেলা ছাত্রলীগের দুই নেতা অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। পরে বিজিবিকে বিষয়টি অবগত করা হলে আখাউড়া কোম্পানি কমান্ডার বেলায়েত হোসেনসহ বিজিবির একটি দল মুচলেকা দিয়ে আটককৃতদের ছাড়িয়ে আনে। বর্তমানে আটকৃতরা বিজিবির হেফজাতে রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান