যশোর : ঈদ আসন্ন। তাই টাকা জোগাড় করতে হাতে ব্যান্ডেজ লাগিয়ে ভিক্ষা করার সময় হাতে নাতে আটক হয়েছে এক প্রতারক যুবক।
আটককৃত ওই প্রতারকের নাম আবু সাঈদ (২০)। সে বগুড়া জেলার দুপচাচিয়া থানার কইল চকপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
সোমবার ইফতারের সময় যশোর শহরের কোতয়ালী জামে মসজিদ এলাকায় ঘটনাটি ঘটেছে।
তার সাথে কথা বললে ঘটনার সত্যতা স্বীকার করে বলে দুই দিন আগে বগুড়া থেকে যশোরে এসে এই কাজ শুরু করেছে। তবে ভবিষ্যতে আর করবে না।
কোতয়ালী থানার ডিউটি অফিসার এস আই সোলায়মান হোসেন জানিয়েছেন, কোতয়ালী থানার সামনে অবস্থিত কোতয়ালী জামে মসজিদের সামনে দাড়িয়ে এক হাতে সাদা ব্যান্ডেজ জড়িয়ে অন্য হাতে একটি ঝুড়ি নিয়ে ভিক্ষা করছিল ওই প্রতারক।
ভিক্ষার পর সে মসজিদের পার্শ্ববর্তী টিউবওয়েলে ব্যান্ডেজ খুলে হাত ধুতে যায়। ঠিক এই সময় তাকে কিছুক্ষণ আগে ভিক্ষা প্রদান করা একই মসজিদের এক মুসল্লি তার এই কা- দেখে ফেলে হাতে নাতে আটক করে উত্তম মাধ্যমে দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে আটক করে থানা হাজতে রাখে।