ডেস্ক : হিটলারের কুখ্যাত টেলিগ্রাম নিলামে উঠতে যাচ্ছে মেরিল্যান্ডের অ্যালেক্সজেন্ডার হিস্টোরিকাল অকশনস-এ । এই টেলিগ্রামটি প্রথমে হাতে আসে হিটলারের সেক্রেটারি মার্টিন বোরম্যানের হাতে। পরবর্তী সময়ে টেলিগ্রামটি উদ্ধার করেন এক মার্কিন সেনা, ক্যাপ্টেন বেঞ্জামিন ব্র্যাডিন, বার্লিনের একটি বাঙ্কার থেকে।
এই টেলিগ্রামের সঙ্গে পাওয়া গিয়েছিল আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি। সেই সব কিছুই সেই সময়ে নিয়ে যাওয়া হয় আমেরিকায়। অনুমান করা হচ্ছে হিটলারের এই টেলিগ্রামের মূল্য উঠতে পারে ১৫ হাজার পাউন্ড পর্যন্ত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান