পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

আ’লীগ এমপির ভেলকিবাজী : সেই ১৪ ট্রাক গম এখন ব্যবসায়ীদের গুদামে

কুষ্টিয়া : ব্রাজিল থেকে আনা পচা গম কোনভাবেই কুমারখালী গুদামে ঢুকতে দেব না এমন হুংকার দেয়ার একদিন পর ভোল পাল্টেছে কুষ্টিয়া কুমারখালী আসনের সংসদ সদস্য আব্দুর রউফ’র। এখন তিনি বলছেন ভুল বোঝাবুঝি হয়েছে। প্রশ্ন তুলেছেন গণমাধ্যমের ভূমিকা নিয়েও। আর সেই ১৪ ট্রাক গমের স্থান হয়েছে ব্যবসায়ীদের গুদামে।

প্রসঙ্গত, কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী-খোকসা) আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রউফ শনিবার সকালে খুলনা গুদাম থেকে আনা গমকে খাদ্য অযোগ্য ও পচা আখ্যায়িত করে গুদামজাত করতে বাধা দেয়।

সে সময় সংসদ সদস্য আব্দুর রউফ বলেন, “আমার চোখের দেখায় এই গম অতি নিম্নমানের হওয়ায় তা কুমারখালী খাদ্য গুদামে ঢুকতে দেওয়া হয়নি। এই গম ফেরত পাঠানো হবে। পরীক্ষা নিরিক্ষা ছাড়া আর যায় হোক অন্তত কুমারখালী খাদ্য গুদামে এই গম ঢুকতে দেওয়া হবে না। এটি খাওয়ার অযোগ্য।”

এই ঘোষণার পর মিডিয়া বিষয়টি গুরুত্বের সাথে প্রচার করে। সুত্রের দাবী, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আওয়ামী লীগের হাইকমান্ড থেকে আব্দুর রউফকে ভৎর্সনা করলে তিনি ভোল পাল্টান। রোববার তিনি সাংবাদিকদের বলেন, “ব্রাজিল’র কোন গম এখানে আসেনি । এটা ফড়িয়া ব্যবসায়ীদের যারা এই গোডাউনে ব্যবসা করে, গম স‍াপ্লাই করে এটা তাদেরই গম। যদি এটা সরকারি গম হত, তাহলে তো এটা অব্যশই গোডউনে ঢুকত এবং থাকত। তার পরপরই আমি শুনলাম যে গম এখান থেকে সেই ব্যবসায়ীরা ফেরত নিয়েছে।” আওয়ামীলীগের উচ্চ পর্যায় থেকে কোন চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাব দেননি তিনি।

এদিকে শেষ পর্যন্ত অনেক নাটকীয়তার পর খুলনা গুদাম থেকে কুমারখালীতে আনা সেই ১৪ ট্রাক পচা গমের স্থান হয়েছে গম ব্যবসায়ীদের গুদামে।

শনিবার রাতেই কুষ্টিয়া শহরের আমলাপাড়াস্থা শতাব্দী ফ্লাওয়ার মিলের মালিক আল-আমিন রেজা (এ্যাডিশন)’র সহ কয়েকজন গম ব্যবসায়ীদের গুদামে গুদামজাত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ব্রাজিল থেকে আমদানীকৃত গম খুলনা খাদ্য গুদাম থেকে কুমারখালী খাদ্য গুদামে ১৪ ট্রাক গম আনা হয়েছিল বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে। সেগুলি গত শনিবারই ২’শ ৩৪ মে:টন গম সংশিষ্ট প্রকল্প বাস্তবায়নকারীদের দিয়ে দেয়া হয়েছে।

জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা স্বপন কুমার কুন্ডু এব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

কুমারখালী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, ১৪ ট্রাক গম আনা হয়েছিল বিভিন্ন প্রকল্পের অনুকুলে বরাদ্দ চাহিদার বিপরীতে। এমপি মহোদয়ের পরামর্শেই সেগুলি আবার পকল্প বাস্তবায়নকারীদের মাঝে গম বিতরন করে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, খাদ্য বিভাগের ছাড়পত্রে এগুলির মান ভাল উল্লেখ করা হয়েছে।

কুমারখালী খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুল আলম বলেন, নিয়মুনাযায়ী গম ছাড় করা হয়েছে।

প্রকল্পের অনুকুলে গম সরবরাহ করা হয়েছে খাদ্য বিভাগ এমন দাবী তুললেও খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার রাতে শহরের ঘোষপাড়াস্থ গম ব্যবসায়ী এ্যাডিশন এর গুদামে ২৩৪ টন গম গুদামজাত করা হয়। এনিয়ে গুদামের ছবি তুলতে গেলে বাধা দেন এ্যাডিশন সহ গম ব্যবসায়ীরা। এদিকে সরেজমিনে খাদ্য অফিসে গেলে সেখানে জড়ো হওয়া কয়েকজন গম ব্যবসায়ী বলেন, এসব নিয়ে এতো ঘাটাঘাটি করে কোন লাভ নেই।

এব্যাপারে কুমারখালী খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুল আলম বলেন, গম যে কারো গুদামে থাকতেই পারে। কারন প্রকল্প বাস্তবায়নকারীরা (পিআইসি) গম বিক্রি করে প্রাপ্ত টাকা থেকে উন্নয়ন কাজ পরিচালনা করে। সেকারনেই ব্যবসায়ীদের কাছে গম রয়েছে।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১১টায় খুলনা বিভাগীয় খাদ্য গুদাম থেকে আসা ১৪ ট্রাক গম কুমারখালী খাদ্য গুদামে গুদামজাত করার পুর্ব মুর্হুতে গুঞ্জন শুরু হয়। আমদানীকৃত এই গম নিম্নমানের ও খাবার অনুপযোগী এমন অভিযোগে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ স্থানীয় জনগনকে সাথে নিয়ে খাদ্য গুদামে প্রবেশে বাধা দেন। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে খবর প্রচার করে। কিন্তু বিকেলের পর থেকেই সুর পাল্টে যায় ঐ সাংসদের। বর্তমানে সাংসদের দাবী ভুল বোঝাবুঝি হয়েছে।

এতো কিছুর পরও খাদ্য বিভাগের সংম্লিষ্টদের প্রত্যক্ষ সহায়তায় গমগুলি ব্যবসায়ী এডিশনসহ অন্যদের গোডাউনে গুদামজাত করায় ক্ষুদ্ধ এলাকাবাসী। এনিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

এনিয়ে মুখ খুলতে চান না কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার কিংম্বা প্রকল্প বাস্তবায়নকারী নিউটন কর্মকর্তা।

উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার বলেন, বিষয়টি খাদ্য বিভাগের লোকজন ভালো বলতে পারবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

আ’লীগ এমপির ভেলকিবাজী : সেই ১৪ ট্রাক গম এখন ব্যবসায়ীদের গুদামে

আপডেট টাইম : ০৭:১০:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০১৫

কুষ্টিয়া : ব্রাজিল থেকে আনা পচা গম কোনভাবেই কুমারখালী গুদামে ঢুকতে দেব না এমন হুংকার দেয়ার একদিন পর ভোল পাল্টেছে কুষ্টিয়া কুমারখালী আসনের সংসদ সদস্য আব্দুর রউফ’র। এখন তিনি বলছেন ভুল বোঝাবুঝি হয়েছে। প্রশ্ন তুলেছেন গণমাধ্যমের ভূমিকা নিয়েও। আর সেই ১৪ ট্রাক গমের স্থান হয়েছে ব্যবসায়ীদের গুদামে।

প্রসঙ্গত, কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী-খোকসা) আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রউফ শনিবার সকালে খুলনা গুদাম থেকে আনা গমকে খাদ্য অযোগ্য ও পচা আখ্যায়িত করে গুদামজাত করতে বাধা দেয়।

সে সময় সংসদ সদস্য আব্দুর রউফ বলেন, “আমার চোখের দেখায় এই গম অতি নিম্নমানের হওয়ায় তা কুমারখালী খাদ্য গুদামে ঢুকতে দেওয়া হয়নি। এই গম ফেরত পাঠানো হবে। পরীক্ষা নিরিক্ষা ছাড়া আর যায় হোক অন্তত কুমারখালী খাদ্য গুদামে এই গম ঢুকতে দেওয়া হবে না। এটি খাওয়ার অযোগ্য।”

এই ঘোষণার পর মিডিয়া বিষয়টি গুরুত্বের সাথে প্রচার করে। সুত্রের দাবী, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আওয়ামী লীগের হাইকমান্ড থেকে আব্দুর রউফকে ভৎর্সনা করলে তিনি ভোল পাল্টান। রোববার তিনি সাংবাদিকদের বলেন, “ব্রাজিল’র কোন গম এখানে আসেনি । এটা ফড়িয়া ব্যবসায়ীদের যারা এই গোডাউনে ব্যবসা করে, গম স‍াপ্লাই করে এটা তাদেরই গম। যদি এটা সরকারি গম হত, তাহলে তো এটা অব্যশই গোডউনে ঢুকত এবং থাকত। তার পরপরই আমি শুনলাম যে গম এখান থেকে সেই ব্যবসায়ীরা ফেরত নিয়েছে।” আওয়ামীলীগের উচ্চ পর্যায় থেকে কোন চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাব দেননি তিনি।

এদিকে শেষ পর্যন্ত অনেক নাটকীয়তার পর খুলনা গুদাম থেকে কুমারখালীতে আনা সেই ১৪ ট্রাক পচা গমের স্থান হয়েছে গম ব্যবসায়ীদের গুদামে।

শনিবার রাতেই কুষ্টিয়া শহরের আমলাপাড়াস্থা শতাব্দী ফ্লাওয়ার মিলের মালিক আল-আমিন রেজা (এ্যাডিশন)’র সহ কয়েকজন গম ব্যবসায়ীদের গুদামে গুদামজাত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ব্রাজিল থেকে আমদানীকৃত গম খুলনা খাদ্য গুদাম থেকে কুমারখালী খাদ্য গুদামে ১৪ ট্রাক গম আনা হয়েছিল বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে। সেগুলি গত শনিবারই ২’শ ৩৪ মে:টন গম সংশিষ্ট প্রকল্প বাস্তবায়নকারীদের দিয়ে দেয়া হয়েছে।

জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা স্বপন কুমার কুন্ডু এব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

কুমারখালী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, ১৪ ট্রাক গম আনা হয়েছিল বিভিন্ন প্রকল্পের অনুকুলে বরাদ্দ চাহিদার বিপরীতে। এমপি মহোদয়ের পরামর্শেই সেগুলি আবার পকল্প বাস্তবায়নকারীদের মাঝে গম বিতরন করে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, খাদ্য বিভাগের ছাড়পত্রে এগুলির মান ভাল উল্লেখ করা হয়েছে।

কুমারখালী খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুল আলম বলেন, নিয়মুনাযায়ী গম ছাড় করা হয়েছে।

প্রকল্পের অনুকুলে গম সরবরাহ করা হয়েছে খাদ্য বিভাগ এমন দাবী তুললেও খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার রাতে শহরের ঘোষপাড়াস্থ গম ব্যবসায়ী এ্যাডিশন এর গুদামে ২৩৪ টন গম গুদামজাত করা হয়। এনিয়ে গুদামের ছবি তুলতে গেলে বাধা দেন এ্যাডিশন সহ গম ব্যবসায়ীরা। এদিকে সরেজমিনে খাদ্য অফিসে গেলে সেখানে জড়ো হওয়া কয়েকজন গম ব্যবসায়ী বলেন, এসব নিয়ে এতো ঘাটাঘাটি করে কোন লাভ নেই।

এব্যাপারে কুমারখালী খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুল আলম বলেন, গম যে কারো গুদামে থাকতেই পারে। কারন প্রকল্প বাস্তবায়নকারীরা (পিআইসি) গম বিক্রি করে প্রাপ্ত টাকা থেকে উন্নয়ন কাজ পরিচালনা করে। সেকারনেই ব্যবসায়ীদের কাছে গম রয়েছে।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১১টায় খুলনা বিভাগীয় খাদ্য গুদাম থেকে আসা ১৪ ট্রাক গম কুমারখালী খাদ্য গুদামে গুদামজাত করার পুর্ব মুর্হুতে গুঞ্জন শুরু হয়। আমদানীকৃত এই গম নিম্নমানের ও খাবার অনুপযোগী এমন অভিযোগে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ স্থানীয় জনগনকে সাথে নিয়ে খাদ্য গুদামে প্রবেশে বাধা দেন। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে খবর প্রচার করে। কিন্তু বিকেলের পর থেকেই সুর পাল্টে যায় ঐ সাংসদের। বর্তমানে সাংসদের দাবী ভুল বোঝাবুঝি হয়েছে।

এতো কিছুর পরও খাদ্য বিভাগের সংম্লিষ্টদের প্রত্যক্ষ সহায়তায় গমগুলি ব্যবসায়ী এডিশনসহ অন্যদের গোডাউনে গুদামজাত করায় ক্ষুদ্ধ এলাকাবাসী। এনিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

এনিয়ে মুখ খুলতে চান না কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার কিংম্বা প্রকল্প বাস্তবায়নকারী নিউটন কর্মকর্তা।

উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার বলেন, বিষয়টি খাদ্য বিভাগের লোকজন ভালো বলতে পারবে।