ডেস্ক : চরমপন্থী জিহাদি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধা ও অন্যতম ‘ওয়ান্টেড’ সন্ত্রাসী সৌদি আরবে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ তথ্য দিয়েছে। সেই সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, আইএস জিহাদি ইউসুফ আল-ধামদি ওয়ান্টেড সন্ত্রাসী ছিলেন।
ইউসুফকে ধরতে শুক্রবার তায়েফে অভিযান চালায় পুলিশ। যে বাড়িতে তিনি লুকিয়ে ছিলেন, সেই বাড়ি ঘিরে ফেলা হয়। তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু ইউসুফ আত্মসমর্পণে অস্বীকৃতি জানান। এবং পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় পুলিশ তার ওপর গুলি ছুড়ে। এতে নিহত হন ইউসুফ আল-গামদি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুকযুদ্ধে পুলিশের এক সদস্যও নিহত হয়েছেন।
খবরে বলা হয়, ৩২ বছর বয়সী জিহাদি ইউসুফ সৌদি আরবের বাইরে কোথাও ভ্রমণ করেননি। এর আগে তিনি সন্ত্রাসী মামলায় ছয় বছরের জেল খেটেছেন।
প্রসঙ্গত, মসজিদে হামলায় জড়িত এই অভিযোগে গত মাসে ১৬ জনের একটি তালিকা প্রকাশ করে সৌদি আরব। মে মাসে মসজিদে হামলাকারী—যার দায় স্বীকার করেছিল আইএস—জিহাদিদের ধরতে মাথা প্রতি ৫০ লাখ রিয়াল (১৩ লাখ মার্কিন ডলার) ঘোষণা করে সৌদি সরকার।