খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার হেডম্যানপাড়া আনসার ক্যাম্পে গুলি করে হিল আনসারের নায়েক আমির হোসেনকে হত্যা করার একদিন পরেই অভিযান চালিয়ে ঘাতক খুনি আনসার সদস্য রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ঘাতক রফিকুল ইসলামের নিয়ে যাওয়া অস্ত্র ও ৮০ রাউন্ড গুলি শনিবার সাড়ে ১১টার দিকে পার্শ¦বর্তী জঙ্গল থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।
নিহত আমির হোসেনের বড় ছেলে ফরিদ মিয়া জানান, গতকাল বিকেল ৫টার দিকে হেডম্যান পাড়া আনসার ক্যাম্পে ঘুমের বিষয় নিয়ে দুই সহকর্মীর মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে আনসার সদস্য রফিকুল ইসলাম তার বাবা নায়েক আমির হোসেনকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন টিটো জানান, খুনের ঘটনার পর হতেই পুলিশ দীঘিনালা ও জেলার বিভিন্ন এলাকায় ঘাতককে গ্রেফতারের অভিযান চালায়। অভিযানে সকালে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এবং বিকেলে ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে থানায় আনার পরেই বিস্তারিত জানাবেন বলে তিনি জানান।
নিহত আমির হোসেন জেলার পানছড়ি উপজেলার মৃত রজব আলীর ছেলে। অন্যদিকে ঘাতক রফিকুল ইসলাম জেলার মাটিরাঙা উপজেলার বলিটিলা গ্রামের বাসিন্দা । ঘটনার পরপরই ঘাতক রফিকুল অস্ত্র ও গুলি নিয়ে পালায়। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে। লাশ উদ্ধার শেষে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পোষ্ট মর্টেম করা হয়েছে। দাফনের জন্য তার বাবার লাশ পানছড়ি নিয়ে যাওয়া হবে। তিনি বাদী হয়ে দিঘীনালা থানায় মামলা করবেন বলে স্থানীয় সাংবাদিকদের জানান।
পুলিশ সুপারের প্রেস ব্রিফিং:
নায়েক আমির হোসেনকে হত্যা ও ঘাতক আনসার সদস্য রফিকুল ইসলামকে গ্রেফতারের যৌথ অভিযান, ক্যাম্প থেকে অস্ত্র গুলি নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে শনিবার দুপরে খাগড়াছড়িতে প্রেসব্রিফিং করেছেন পুলিশ সুপার মো. মজিদ আলী। দুপুর দেড়টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিং এ জানানো হয়, ঘাতক রফিকুল ইসলামকে ধরতে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা পুরো এলাকা ঘের্ওা করে অভিযান চালাচ্ছে। জেলার বিভিন্ন স্থানে ব্লক দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে এমন আশাবাদ ব্যক্ত করার পরেই দীঘিনালা থানার ওসির কাছে ফোনে তাকে গ্রেফতারের বিষয়টি জানা যায়। ব্রিফিং জানানো হয়, অব্যাহত অভিযানের মুখে টিকতে না পেরে ঐ আনসার ক্যাম্প থেকে ২০ মিটার দক্ষিণের জঙ্গলে অস্ত্র গুলি রেখে আরো গভীর জঙ্গলে পালিয়ে গেছে। পরিত্যক্ত অবস্থায় ঘাতক রফিকুলের নিয়ে য্াওয়া থ্রি নট থ্রি রাইফেল ও ৮০ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। তাকে নিরস্ত্র করায় পুনরায় হামলা বা জানমালের ক্ষতির সম্ভাবনা নেই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান