বাংলার খবর২৪.কম,বরগুনা : বরগুনার পাথরঘাটা উপজেলা বিএনপি দলীয় কার্যালয় ছাত্রদলের দুগ্রপের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০জন কর্মী আহত হয়েছে। এ সময় সাংগঠনিক সফরে আসা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বারের সহ-সভাপতি অ্যাড. খন্দকার মাহাবুব হোসেন উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এঘটনা ঘটে। এতে অন্তত ৩০জন কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ৮ জনকে পাথরঘাটা উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় দলীয় কার্যালয়ের চেয়ারসহ আসবাবপত্র ভাংচুর করে।
দলীয় সূত্রে ও প্রতক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, উপজেলা ছাত্রদলের সভাপতি এসমে শিকদার তার বক্তৃতায় তৃণমুল কমিটি গঠনের সময় সাধারণ সম্পাদক জসিমের কোনো সহযোগিতা ছিলোনা। এ সময় জসিমের সমর্থক খন্দকার মাহাবুব হোসেনের সামইে ভাংচুরের ঘটনা ঘটায়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফারুক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এঘটনা ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।