আহত হেমা মালিনীর অবস্থা স্থিতিশীল। তাঁর চোট গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে, অভিনেত্রীর গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন বলিউড অভিনেত্রী তথা সাংসদ হেমা মালিনী। মথুরা থেকে রাজস্থানের জয়পুর যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। রাজস্থানের দৌসায় ১১ নম্বর জাতীয় সড়কে রাত ৯টা নাগাদ হেমার গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্য গাড়িতে থাকা সোনম নামে ৪ বছরের এক শিশুকন্যার।
স্থানীয় সূত্রের খবর, হাইওয়ে ধরে তীব্র গতিতে আসছিল হেমার মার্সিডিজটি। পাশের রাস্তা ধরে ঠিক সেই সময়েই জাতীয় সড়কে উঠছিল একটি অল্টো গাড়ি। চেষ্টা করেও সংঘর্ষ এড়ানো যায়নি। অল্টো গাড়িটি চালাচ্ছিলেন সোনমের বাবা। সোনম ও আর একটি শিশু ছাড়াও গাড়িতে ছিলেন দুই মহিলা। দুর্ঘটনায় মাথায় চোট পান ৬৬ বছরের হেমা। চোট লাগে পা ও পিঠে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কপালে সেলাই পড়েছে। হয়েছে সিটি স্ক্যানও। তবে, তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাকে দেখতে হাসপাতালে যান এষা দেওল। অন্যদিকে, হেমার গাড়িচালক মহেশ ঠাকুরকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান