বাংলার খবর২৪.কম, বগুড়া : বগুড়ার সারিয়াকান্দিতে সর্বনাশা বন্যায় হুহু করে বাড়ছে যমুনা নদীর পানি। যমুনার পানি বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার বিপদ সীমার ৮৪ সেঃমিঃ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ সেঃমিঃ পানি বৃদ্ধি পেয়েছে। ফলে পানির চাপে বন্যা নিয়ন্ত্রন বাঁধের চন্দনবাইশার শেখপাড়া, কামালপুরের রৌহাদহ, সারিয়াকান্দির পারতিত পরল হুমকির মুখে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ রক্ষার চেষ্টা করছে বালি ভর্তি জিও টেক্স বস্তা ফেলে। বন্যার পানি ঢুকে নতুন করে আরো ৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ২৬টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চ বিদ্যালয় আপদ কালীন ছুটি ঘোষনা করা হয়েছে ।
যমুনা নদীর পানি কমে গত মঙ্গলবার সকালে বিপদ সীমার ৬০ সেঃমিঃ ওপর দিয়ে প্রবাহিত হয়। কিন্ত সেদিন বিকেলে থেকে আবারো নতুন করে পানি বৃদ্ধি শুরু হওয়ায় পানি বন্দি মানুষ নানা কষ্ট আর দুর্ভোগ পোহাচ্ছে। দিন দিন তাদের দূর্ভোগ আরো বাড়ছে। এপর্যন্ত বন্যা কবলিত মানুষের জন্য বরাদ্দকৃত ৫৫ মেঃটন খাদ্য শষ্য চাল বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ফসলের মাঠ পানিতে তলে যাওয়ায় কৃষকের দিশেহারা হয়ে পড়েছে। বৃহস্পতিবার যমুনার চরাঞ্চল শালুখা, গজারিয়া চরবাটিয়া, নান্দিনার চর, শোনপঁচাসহ বিভিন্ন চর ঘুরে দেখা গেছে। বন্যার পানিতে ডুবে রোপা আমন, আউশসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে।
কৃষি অফিস সুত্রে জানা গেছে, আউশ, রোপা, আমন, বীজতলা ও শাক সবজিসহ ফসলের ৪হাজার ৫শ’৫৫ হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, ৯টি ইউনিয়নের ৬১ গ্রামের ১০ হাজার ৭শ পরিবার ক্ষতি গ্রস্থ হয়েছে এবং ৪২ হাজার ৮শ মানুষ পানি বন্দি হয়ে আছে। যমুনার চরাঞ্চলের চেয়ারম্যানদের সাথে কথা বলে জানা গেছে, যমুনার চরে লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে আছে। চারিদিকে পানি থাকায় কর্মজীবি মানুষদের এখন অলস দিন কাটে। বন্যার পানিতে তলিয়ে গেছে মাঠের পর মাঠ ফসলি জমি।
এদিকে, বগুড়ার ধুনটে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত যমুনার পানি বিপদসীমার ৮০ সে: মিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানির প্রবল স্রোতে বানিয়াজান স্পারের ৩০ মিটার স্যাংক ইতিমধ্যে ধসে গেছে এবং বন্যা নিয়ন্ত্রন বাঁধের বিভিন্ন স্থানে নিচ দিয়ে পানি ঢুকছে। ফলে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ও স্পার দুটোই হুমকির মুখে হয়ে পড়েছে।
যমুনা নদীর ভাঙ্গন রোধে ২০০২ সালে সাড়ে ১৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত বানিয়াজান স্পারটির অগ্রভাগের ৫০ মিটার ট্রাকচার গত ১৮ আগষ্ট ধসে গেছে। অবশিষ্ট অংশ হুমকির সম্মূখিন হয়ে পড়েছে। এতে বাঁধ ও স্পারের ভাটিতে অবস্থিত লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে। তাছাড়া বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় বানভাসি মানুষের দুঃখ দূর্দশা আরো বৃদ্ধি পেয়েছে। তিন সপ্তাহ আগে শুরু হওয়া বন্যায় উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যানিয়ন্ত্রন বাঁধের পূর্ব পাশে অবস্থিত ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের সাড়ে ৩ হাজার পরিবার পনিবন্দি হয়ে পড়েছে। এছাড়া ওই এলাকায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করায় শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ রয়েছে। বন্যা কবলিত লোকজন গবাদি পশু ও মালামাল সহ বন্যা নিয়ন্ত্রন বাঁধ ও উচু রাস্তায় আশ্রয় নিয়ে দুঃখ কষ্টে দিনযাপন শুরু করে। কিন্ত পানি অব্যাহত বৃদ্ধিতে রাস্তা তলিয়ে যাওয়ায় আবার তারা আশ্রয়হীন হয়ে পড়েছে। অনেক পরিবার আবার পানিবন্দি ঘরের মধ্যেই বাঁশের মাচা তৈরী করে ঝুঁকি নিয়ে বসবাস করছে। সরকারীভাবে ২ হাজার পরিবারের মাঝে ১৫ মেট্রিক টন চাল বিতরন করলেও এখনও অনেক পরিবার ত্রানের জন্য অপেক্ষায় রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান