ডেস্ক : ইয়েমেনের বন্দর নগর এডেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা ও সংঘর্ষে ১৩ শিয়া হুতি বিদ্রোহী ও আট সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে। আজ শুক্রবার সামরিক বাহিনীর একটি সূত্র এ খবর জানিয়েছে।
এএফপির খবরে জানানো হয়, এডেনের উত্তরে হুতি বিদ্রোহীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ছয় বিদ্রোহী নিহত হয়। এরপর সংঘর্ষে সাত বিদ্রোহী ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদির সমর্থক আট যোদ্ধা নিহত হয়।
পশ্চিম এডেনে হুতি বিদ্রোহীদের অগ্রসর হওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। দলত্যাগী সেনারা এতে নেতৃত্ব দেন। বৃহস্পতিবার রাতে বিদ্রোহীরা সেনা ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। আজও ওই সেনা ঘাঁটি ঘিরে সংঘর্ষ চলছে।
নগরের স্বাস্থ্য প্রধান আল খাদের লাসওয়ার বলেন, বিদ্রোহীদের কামানের গোলা আশপাশের অনেক আবাসিক এলাকায় পড়েছে। এতে এক শিশুসহ অন্তত পাঁচজন মারা গেছে। ৮৯ জন বেসামরিক লোক আহত হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান