চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজির হাট নতুন ব্রীজ এলাকায় আজম খান বাবু (৩২) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরীর বায়েজিদ এলাকা থেকে তিনজনকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আজম খান বাবু ফটিকছড়ি উপজেলার লেবাং ইউনিয়নের শাহ নগর গ্রামের আমীর হোসেনের ছেলে।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, নাজির হাট নতুন ব্রীজ এলাকায় এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনা স্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। গলায় ও পেটে চুরি চালিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি চুরি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের ভাই থানায় বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি যুবলীগের দুই অংশে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। গ্র“প দুইটির নেতৃত্ব আছেন নাজিম ও তৈয়ব। নিহত আজম খান বাবু যুবলীগ নেতা তৈয়বের অনুসারী হিসেবে কাজ করতেন। এই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডে হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান