বাংলার খবর২৪.কম বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে এক মাদ্রাসার পরিচালনা পর্ষদ গঠনের সুপারিশ পাঠানো হয়েছে শিক্ষা বোর্ডে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাদ্রাসা সুপার বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাথম সৈয়দ জুমুল দেওয়ান দাখিল বালিকা মাদ্রাসার পরিচালনা পর্ষদে (ম্যানেজিং কমিটি) গোলাম সারোয়ার হোসেন সভাপতি ছিলেন। তাঁকে পুণরায় সভাপতি করতে ১১সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদনের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানো হয়। ওই কমিটির তালিকায় সুপারিশ হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও অফিস সহকারির স্বাক্ষর জাল করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরের তারিখ পরিবর্তন করা হয়।
বিষয়টি শিক্ষা বোর্ড কর্মকর্তাদের কাছে সন্দেহের সৃষ্টি করায় গত ১৮আগষ্ট মাদ্রাসা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম ছায়েফ উল্যা স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়। এরপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার আলীকে প্রধান করে এক সদস্য বিশিষ্টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এবিষয়ে মাদ্রাসা সুপার আইয়ুব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করবেন না উলে¬খ করে বলেন, বিষয়টি সম্পর্কে আমার কিছু জানা নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। কমিটির সুপারিশপত্রের স্বাক্ষরগুলো যে জাল করা হয়েছে প্রাথমিকভাবে তা প্রমাণিত হয়েছে।
ধুনটে চোলাই মদের ডিলার গ্রেফতার
বগুড়ার ধুনট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোলাই মদের ডিলার আলতাফ হোসেন (৫০) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। সে রায়গঞ্জ উপজেলার ঝাপড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ধুনট সদরের পাকুড়িহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন থানার এসআই সাইদুল ইসলাম, এসআই মিলন কুমার চ্যাটার্জী, এএসআই ফজলুল হক ও কনষ্টেবল আলমগীর হোসেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই ব্যাক্তি চোলাই মদ নিয়ে ধুনটের এলাঙ্গী বাজারে বিক্রির উদ্দ্যেশে রওনা দিয়েছিল। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।