আরকানসাসের ১৪ বছরের কিশোর গ্রান্ট বোটি। একদিন কানে প্রচণ্ড ব্যথা নিয়ে ঘুম থেকে ওঠে সে। কানে কি যেন নড়াচড়া করছিল তার। হাতের দুই আঙুল ঢুকিয়ে সে বের করে আনলো চার ইঞ্চি লম্বা এক মারাত্মক বিছা। শতপদি বিছাটি জ্যান্ত, কিভাবে যেন ঢুকে গেছে তার কানে।
বোটির মা অ্যাঙ্গেলা জানান, বিছাটিকে একটি ব্যাগে ভরে ছেলেকে নিয়ে ছুটলেন বেন্টনের স্যালাইন মেমোরিয়ার হসপিটালে। কারণ ব্যথা হচ্ছিল। চিকিৎসকরা পরীক্ষা করে দেখলেন, বিছাটি বোটির ইয়ারড্রাম এবং ক্যানালে ক্ষত তৈরি করেছে। তবে দ্রুত ভালো হয়ে যাবে বোটি, আশ্বস্ত করেন চিকিৎসকরা।
অতটুকু ছেলের কানের ভেতরে এই বিষাক্ত বিছাটি কিভাবে প্রবেশ করলো, তা আজো বোঝা যায়নি। তবে ওই দিন তারা সৈকতে গিয়েছিল। সেখানেই হয়তো ঘটনাটি ঘটেছে।
কান থেকে বিছার সঙ্গে প্রবেশ করা আর সব ময়লা বের করেছেন চিকিৎসকরা। তবে এ ঘটনা জীবনে প্রথমবার দেখলেন, জানালেন ডাক্তাররা। সূত্র : ফক্স নিউজ
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান