অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আর্সেনালে চলে যেতে চেয়েছিলেন মেসি ?

image_91849_0ডেস্ক, মাদ্রিদ :  ইংলিশ  প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে চলে যেতে চেয়েছিলেন আর্জেন্তিনার সুপারস্টার লিওনেল মেসি ? গত মে মাসে বার্সেলোনার হয়ে বাড়তি চুক্তি করার আগে  আর্সেনালে চলে যেতে চেয়েছিলেন বার্সেলোনার মহাতারকা ৷ স্পেনের একটি ওয়েব সাইটে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে ৷

কী হয়েছিল গত মে মাসে ? লন্ডনের এই ক্লাবটির হয়ে মেসির এজেন্ট ডারেন ডিয়েনের সঙ্গে কথা বলেছিলেন তার  বার্সার সতীর্থ ফ্যাবরেগাস ৷ চলতি মরশুমে ফ্যাবরেগাস চেলসিতে যোগ দিয়েছেন ৷ যদিও এই আলোচনা ফলপ্রসু হয়নি ৷ শেষ পর্যন্ত ফের বার্সার হয়েই সই করেন মেসি ৷ জানা গিয়েছে ১৯৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সায় সই করেছেন আর্জেন্তিনার মহাতারকা ৷ বছরে প্রায় ১৬ মিলিয়ন পাউন্ড বেশি উপার্জন করছেন মেসি ৷ ইংলিশ  প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যাওয়া নিয়ে কোনো মুখ খুলতে চাননি মেসি ৷ তবে স্পেনের ওয়েব সাইটের এমন চাঞ্চল্যকর তথ্যের জন্যই হইচই পড়ে গিয়েছে ফুটবল দুনিয়ায় ৷-ওয়েবসাইট।

Tag :
জনপ্রিয় সংবাদ

আর্সেনালে চলে যেতে চেয়েছিলেন মেসি ?

আপডেট টাইম : ০৮:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০১৪
image_91849_0ডেস্ক, মাদ্রিদ :  ইংলিশ  প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে চলে যেতে চেয়েছিলেন আর্জেন্তিনার সুপারস্টার লিওনেল মেসি ? গত মে মাসে বার্সেলোনার হয়ে বাড়তি চুক্তি করার আগে  আর্সেনালে চলে যেতে চেয়েছিলেন বার্সেলোনার মহাতারকা ৷ স্পেনের একটি ওয়েব সাইটে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে ৷

কী হয়েছিল গত মে মাসে ? লন্ডনের এই ক্লাবটির হয়ে মেসির এজেন্ট ডারেন ডিয়েনের সঙ্গে কথা বলেছিলেন তার  বার্সার সতীর্থ ফ্যাবরেগাস ৷ চলতি মরশুমে ফ্যাবরেগাস চেলসিতে যোগ দিয়েছেন ৷ যদিও এই আলোচনা ফলপ্রসু হয়নি ৷ শেষ পর্যন্ত ফের বার্সার হয়েই সই করেন মেসি ৷ জানা গিয়েছে ১৯৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সায় সই করেছেন আর্জেন্তিনার মহাতারকা ৷ বছরে প্রায় ১৬ মিলিয়ন পাউন্ড বেশি উপার্জন করছেন মেসি ৷ ইংলিশ  প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যাওয়া নিয়ে কোনো মুখ খুলতে চাননি মেসি ৷ তবে স্পেনের ওয়েব সাইটের এমন চাঞ্চল্যকর তথ্যের জন্যই হইচই পড়ে গিয়েছে ফুটবল দুনিয়ায় ৷-ওয়েবসাইট।