ডেস্ক : ভিআইপি বলে কথা ! ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মন্ত্রীর জন্য এক ঘণ্টা দেরি করতে হলো। মন্ত্রী এলেন, এবার তাকে জায়গা করে দিতে নামিয়ে দেওয়া হলো তিন যাত্রীকে। তারপরই ফ্লাইট উড়াল দিলো গন্তব্যে!
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর এ ‘ভিআইপি কাণ্ডে’ তুমুল সমালোচনার ঝড় বইছে দেশজুড়ে। ঘটনা গত ২৪ জুনের হলেও বৃহস্পতিবার (২ জুলাই) জানাজানি হওয়ার পর থেকেই এটি এখন সংবাদমাধ্যমের আলোচনার বিষয়।
ভারতের সবচেয়ে উঁচু লেহ বিমানবন্দরের পরিচালনা কর্তৃপক্ষ দেশটির বিমান বাহিনী (আইএএফ) জানায়, দু’জন ভিআইপিকে নিয়ে যেতে ফ্লাইটটিকে নির্দেশনা দেন এয়ারপোর্ট পরিচালক। সেজন্য দেরি করার পর তিন যাত্রীকেও নামিয়ে দিতে হয়।
সংবাদমাধ্যম জানিয়েছে, দুই মন্ত্রীর সমালোচিত এ কাণ্ডের বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
অবশ্য, তুমুল সমালোচনা শুরু হওয়ায় সংবাদমাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রিজিজু। তিনি বলেছেন, ‘যা ঘটেছে, তা ভুল ছিল। যে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে তাদের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। তারা প্রাপ্য সেবার দাবি রাখেন।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান