ঝালকাঠি : দীর্ঘ ১৭ বছর পর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়ার কলেজ ছাত্র বাদল সর্দার হত্যা মামলায় ৪ জনকে ফাঁসি ও ৩ জনকে যাবজ্জীবন কারাদ- এবং ১৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে ঝালকাঠির একটি আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার বিকালে ৮ আসামীর উপস্থিতিতে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এ রায় প্রদান করেন।
তবে ফাঁসির দণ্ড পাওয়া নিজাম সিকদার পলাতক রয়েছে। এ মামলায় এজাহারভুক্ত ১৩ আসামীর মধ্যে ৬ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাকিরা হচ্ছে-শহীদ সিকদার, দুলাল সিকদার ও বাদল সিকদার।
যাবজ্জীবন দ-প্রাপ্তরা হচ্ছে – হারুন সিকদার, সালাম সর্দার এবং মনু সিকদার।
মামলার বিবরণে বলা হয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর রাতে আসামীরা ভিটাবাড়িয়া গ্রামের জালাল সর্দারের ছেলে বাদল সর্দারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা জালাল সর্দার বাদি হয়ে ভান্ডারিয়া থানায় ১৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে বাদি পক্ষের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে মামলাটি বিচারের জন্য পিরোজপুর থেকে ২০০৩ সালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, মামলার বাদি ৫ বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।