রাজশাহী : রাজশাহী নগরীতে ছাত্রদল থেকে ছাত্রলীগে যোগ দেয়া কর্মী জীবন শেখ হত্যা মামলায় বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর ছেলে ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান তুহিনসহ (১৮) হোসেনীগঞ্জ এলাকার আবুল কালামের ছেলে ইসতিয়াক আহমেদ রনি (২৭) কে গ্রেফতার করেছে র্যাব। তারা দুজনই এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। প্রথম দিকে গ্রেফতার এড়াতে তারা আত্মগোপনে থাকলেও সম্প্রতি প্রকাশ্যে আসে।
বুধবার দুপুরে নগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৫ রাজশাহীর রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি দল ।
র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর কামারুজ্জামান পাভেল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি টাইলসের দোকান থেকে আশিকুর রহমান তুহিনকে আটক করা হয়। পরে ইসতিয়াক আহম্মেদ রনিকে একটি বাড়ি থেকে আটক করা হয়।
এরা দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। জীবন শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তারা। তাদের বর্তমানে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, র্যাব হেফাহতে থাকাকালীন ওই দুই ছাত্রলীগকর্মী সাংবাদিকদের জানান, এরই মধ্যে ঘটনাটি আপোস মিমাংসা হয়ে গেছে। মহানগর আওয়ামী লীগের শীর্ষ এক নেতার মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হয়। এরপর থেকে মামলার আসামিরা প্রকাশ্যে চলে আসেন । মিমাংসার বিষটি পুলিশকে আগে থেকে জানিয়ে রাখায় তারা আসামিদের গ্রেফতার করেনি। এরই মধ্যে র্যাব তাদের আটক করে।
উল্লেখ্য, ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জের ধরে গত ২৮ মে রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাণীবাজার মিয়াপাড়া এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে গোলাগুলির ঘটনাও ঘটে। এ সময় কয়েকটি দোকানপাট ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হন ছাত্রদল ছেড়ে ছাত্রলীগে যোগ দেয়া কর্মী জীবন শেখ। এ ছাড়াও অন্তত ১০জন আহত হন।
আহতদের মধ্যে জীবন ও ছাত্রলীগকর্মী তুষারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জীবনকে মৃত ঘোষণা করেন। নিহত জীবন রাজশাহী সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামসুল আরেফিন রবিনের বাল্য বন্ধু। তারই হয়ে ওই সংঘর্ষে অংশ নিয়েছিলেন তিনি।
এ ঘটনার দুই দিন পরে নিহত ছাত্রলীগ কর্মী জীবন শেখের বড় বোন শম্পা ওয়ার্ড আওয়ামী লীগ নেতাসহ ২০-২৫ জনের নামে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি হলেন, নগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান (৪৫), বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর দুই ছেলে আশিকুর রহমান তুহিন (১৮) ও রেদওয়ানুল রহমান তুষার (২৪), মিয়াপাড়া এলাকার সূর্য মিয়ার ছেলে পাপ্পু (৪৩) ও হোসেনীগঞ্জ এলাকার কালামের ছেলে রনি (২৭)। ওই মামলায় অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান