ঢাকা : নিয়মিত ১৫ শতাংশ ভ্যাটের বাইরে অতিরিক্তভাবে ৩ শতাংশ হারে সম্পূরক শুল্ক দিতে হবে ইন্টারনেট ব্যাবহারকারিদের।
সোমবার ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট পাশের আগে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী।
এ সময় তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারের ওপর ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। প্রস্তাবতি বাজেটে এর ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।
ফলে এখন থেকে ইন্টারনেট ব্যবহারকারিদের মোট ব্যবহারের ওপর ১৮ শতাংশ কর দিতে হবে। অর্থাৎ ১০০ টাকার ইন্টারনেট প্যাকেজ ব্যাবহার করলে ১৮ টাকা কেটে নিবে সরকার।