বাংলার খবর২৪.কম: সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ঘরের মধ্যে এসে মানুষ খুন করে যাবে, এ অরাজকতা চলতে পারে না। এ ব্যাপারে পুলিশ বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণায়লকে দৃঢ় পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছে।
রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইনঞ্জিনিয়ার্সে শুক্রবার দুপুরে দেশের চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি ওই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম।আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘœ ঘটায় তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। সরকারকে এ দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, রাজধানীতে পরপর দুটি খুন হওয়ায় মানুষ ভীত হয়ে পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সজাগ ও সচেতন হতে হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান