, সুনামগঞ্জ: আগামীকাল মঙ্গলবার থেকে আবারও অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সুনামগঞ্জের বড়ছড়া-চারাগাঁও-বাগলী কয়লা আমদানীর অন্যতম এ তিনটি শুল্ক বন্দর।
সোমবার রাত এ বিষয়টি নিশ্চিত করেন তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সাবেক কোষাধ্যক্ষ,স্বর্ণা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী আব্দুল কুদ্দুছ এবং বড়ছড়া শুল্ক বন্দরের কাষ্টম সুপারিয়েন্টেন্ড মাহিদুল ইসলাম।
তারা জানান, ভারতীয় অভ্যন্তরীন বিষয়ের জেরে কারণে মঙ্গলবার থেকে কয়লা রপ্তানী করা যাবেনা বলে সে দেশের রপ্তানীকারকরা তাদেরকে জানিয়েছেন।
এছাড়াও অনুসন্ধানে জানা গেছে, এর আগে কয়লা উত্তোলন জনিত সমস্যা দেখিয়ে ভারতীয় একটি পরিবেশবাদী সংগঠনের দায়ের করা মামলায় ভারতীয় আদালতের নির্দেশে ২০১৩ সালের ১৬ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায় সুনামগঞ্জের এ তিনবন্দর সহ সিলেট ও ময়মনসিংহের হালওয়াঘাট বন্দরের কার্যক্রম। দীর্ঘ এগারো মাস বন্ধ থাকার পর। চলতি বছরের ১০ ও ১১ ফেব্রুয়ারী এ দুই দিন বন্দর ৩টি দিয়ে কয়লা রপ্তানী করে ভারতীয় ব্যবসায়ীরা।
মাত্র ২দিন কয়লা রপ্তানীর পর আবার অনির্দিষ্
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান