ফেনী : অস্ত্রসহ আটক ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ২৬ অনুসারীর আদালতে হাজিরা শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আলোচিত এই অস্ত্র মামলায় ফেনী মডেল থানা পুলিশ দ্বিতীয় দফায়ও আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করেনি।
সোমবার দুপুরে ২৬ জন আসামিকে ফেনীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক মাঈনুদ্দীন আসামিদের জেলহাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামি ২৬ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এর আগে গত ৭ জুন আদালতের সময় শেষ হয়ে যাওয়ার পর ফেনী মডেল থানা পুলিশ আসামিদেরকে আদালতে হাজির করেছিল। সেদিন বিচারক মামলা পরিচালনা না করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
কোনো এক অদৃশ্য কারণে আলোচিত এই অস্ত্র মামলার আসামিদের রিমান্ড চাওয়া হয়নি জানতে চাইলে (মামলার) তদন্ত কর্মকর্তা আব্দুল আজিজ এ বিষয়ে কিছুই জানেনা বলে সাংবাদিকদের জানিয়েছেন।
অথচ ঘটনার দিন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, আটককৃত অস্ত্রগুলোর সঙ্গে আরো কিছু অস্ত্র নিয়ে কিছু লোক পালিয়ে গেছে। সে অস্ত্রগুলো উদ্ধারের উদ্যোগ নেয়নি পুলিশ।
এ ব্যাপারে ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক খোন্দকার জানান, রিমান্ড চাওয়ার প্রয়োজনীয়তা নেই বলে রিমান্ড চাওয়া হয়নি। কারণ তাদেরকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়েছে।
৬ জুন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা অভিযান চালিয়ে দুই মাইক্রোবাস চালক ও ২৪ জন যুবলীগ-ছাত্রলীগের নেতা কর্মীকে অস্ত্রসহ আটক করেছে। এ ঘটনায় র্যাব ৫টি বিদেশি শর্টগান, ৫টি পিস্তল, ১টি একনলা বন্দুক, ৪টি এলজি ও ১৬টি রামদা ২টি চায়নিজ কুড়াল ও একটি দু’নলা বন্দুক উদ্ধার করে। এ সময় ৩টি মাইক্রোবাসও জব্দ করা হয়। ফেনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম বাদি হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা করে তাদেকে থানায় হস্তান্তর করে।
আটককৃতরা হচ্ছে- মো. আরাফাত হোসেন আসিফ, মো. নোমান, মো. হাসান, মো. শাহাদাত হোসেন, মো. কপিল উদ্দিন, মো. জেমী, মো, রবিউল ইসলাম, মো. ফারুক হোসেন, মো. সালেহ আহম্মদ, মো. শফিকুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন, মো. ওমর ফারুক, মো. ইমরান হোসেন, মো. একরামুল হক, আবু বক্কর সিদ্দিক, জামাল উদ্দিন, মো. শাহাদাত হোসেন, মো. এনামুল করিম রাজিব, আশরাফুল ইসলাম, মো. ইউসুফ ডলার, মো. মঈনুদ্দীন, মো. আবুল কাশেম, মো. আবদুর রহমান রিন্টু, মো. সরোয়ার হোসেন, চালক মো. রবিউল হক লিটন ও মো. আবু তাহের।
আটকৃতরা ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ’র বিরুদ্ধে যুবলীগ নেতা আজিজুল হককে হত্যার প্রতিবাদে সমাবেশ করে ফেনী ফিরছিল। তারা সকলেই ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর অনুসারী। দীর্ঘদিন ধরে দুই এমপির মধ্যে বিরোধ চলছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান