ডেস্ক: নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত হামলাকারী ছাড়াও অন্তত পাঁচ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্নোয় এই হামলায় আহত হয়েছেন আরও ১০ জন।
জরুরি বিভাগের সূত্রে এক প্রতিবেদনে রবিবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, প্রাদেশিক রাজধানী মেইদুগারির একটি হাসপাতালের কাছে আত্মঘাতী বোমা হামলা করেন এক জিহাদি।
শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এই হামলার ঘটনা ঘটে।
নাইজেরিয়ার জাতীয় জরুরি বিভাগের আঞ্চলিক সমন্বয়ক মোহাম্মদ কনর বলেছেন, ‘মোলাই হাসপাতালের কাছে এই হামলায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।’ ওই হামলাকারী ব্যক্তি হাসপাতালের ভেতর প্রবেশ করতে চেয়েছিলেন। নিরাপত্তাকর্মীদের জেরার মুখে হাসপাতালের ফটকের সামনেই বোমা বিস্ফোরণ করেন তিনি।
হাসপাতালের ভেতর হামলা হলে হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারত। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে, চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়েছে।
কট্টরপন্থী ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে সশস্ত্র লড়াই করে আসছে বোকো হারাম। ছয় বছরের এই লড়াইয়ে ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান