চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে প্রশাসন নির্ভর হয়ে পড়েছে। তারা প্রশাসনকে দলীয়কর্মীর মত ব্যবহার করে বিরোধীদলের নেতাকর্মীদের উপর দমন নিপীড়ণ চালাচ্ছে আর অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে ঘর বাড়ী ছাড়া করেছে। সরকার মনে করেছে নিপীড়ণ নির্যাতন করে বিএনপিকে নিঃশেষ করা যাবে। কিন্তু তা কখনো সম্ভব হবে না, বরং বিএনপি জনগণের আরও কাছে এসেছে। বিএনপি হচ্ছে জনগণের দল তাই বিএনপিকে নিঃশেষ করার দুঃস্বপ্ন কখনো সফল হবে না।
সদ্য কারামুক্ত বন্দর, খুলশী, বায়েজীদ থানা ছাত্রদলের নেতাকর্মীদের মেহেদীবাগস্থ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান এবং এসময় এক সংক্ষিপ্ত সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, খুলশী থানা বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুর রহমান স্বপন, মহানগর ছাত্রদল নেতা এইচ এম রাশেদ খান, মোহাম্মদ সিরাজ উদ্দিন, সদ্য কারামুক্ত বন্দর থানা ছাত্রদল নেতা মোহাম্মদ আজম উদ্দিন, তৌহিদুল ইসলাম রাসেল, নুর হোসেন উজ্জল, মোহাম্মদ সরওয়ার, খুলশি থানা ছাত্রদল নেতা গুলজার হোসেন মিন্টু, হেলাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান